গাজীপুরে পরিত্যাক্ত বাড়ি থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট: মার্চ ১৫, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কালীগঞ্জের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে সোমবার এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ১২-১৩ বছর বয়সের নিহত ওই শিশুর পরিচয় পাওয়া যায় নি।

কালীগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় উপজেলা ডাকবাংলা সংলগ্ন আইয়ুব আলীর পরিত্যাক্ত বাড়ির বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে দুর্গন্ধ পান এক ইলেক্ট্রিক মিস্ত্রি। এসময় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি আনুমানিক ১২-১৩ বছর বয়সের অজ্ঞাত এক শিশুর অর্ধ গলিত লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পরনে হালকা কফি রংয়ের প্যান্ট ও গাঢ় সবুজ রংয়ের হাফ হাতা গেঞ্জি রয়েছে। নিহতের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টোকাই ওই শিশুকে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৪/০৩/২০২২ ইং।