গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে মাছের খামারে খেলতে গিয়ে সোমবার দুপুরে পুকুরে ডুবে মাদ্রাসার ছাত্র এক শিশু মারা গেছে। তার নাম- আহাদ শিকদার (৬)। সে গাজীপুর সিটি কপোর্রেশনের সদর থানাধীন কাউলতিয়ার বাউপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
জিএমপি’র সদর থানার এসআই আল আমিন জানান, মায়ের অসুস্থ্যতার কারণে সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী নানার বাড়ি বেড়াতে আসে আহাদ শিকদার। দুপুর সাড়ে ১২টার দিকে সে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে স্থানীয় রুহুল আমিনের মাছের খামারে যায়। দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে ওই খামারের পুকুরের পানিতে ভাসতে দেখে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহাদ শিকদারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।