গাজীপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

আপডেট: অক্টোবর ২, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক কাঠমিস্ত্রিকে শনিবার গ্রেফতার করেছে জিএমপি’র সদর থানার পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জহির (৫৫)। সে জামালপুরের ইসলামপুর থানাধীন জিগাতলা এলাকার মোঃ সিদ্দিকের ছেলে।

জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করে কাঠমিস্ত্রি জহির। প্রায় সাড়ে ৬মাস আগে (১২ মার্চ) তার ছেলে রুবেল ময়মনসিংহের নান্দাইল থানার চর বেলামারি এলাকার এক তরুণীকে (১৮) বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাবা-মার সঙ্গে একই বাসায় থাকেন এবং এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন রুবেল। গত ২১ সেপ্টেম্বর সকালে স্ত্রীকে বাসায় রেখে কাজের সন্ধানে বাইরে যান রুবেল।

তার (রুবেলের) মা ছাগল চড়াতে বাইরে যান। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে জহির তার পুত্রবধূকে (রুবেলের স্ত্রী) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে শুক্রবার দিবাগত মধ্যরাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই বধূ। শনিবার ধর্ষক জহিরকে গ্রেফতার করে পুলিশ।