গাজীপুর সংবাদদাতাঃ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বুধবার গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে রাজবাড়ী মাঠে বেলুন উড়িয়ে ও আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কেক কেটে সকল কর্মসুচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন ।
শহরের রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী সকালে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গতাজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রীনা পারভীন প্রমুখ। এদিকে রাতে শহরের রাজবাড়ি মাঠে বর্ণিল লেজার শো, আতশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, ধান গবেষণা ও কৃষি গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।