গাজীপুর প্রতিনিধি
দ্যা গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত “ওয়াক ফর লাইফ” প্রকল্পের উদ্যোগে শনিবার গাজীপুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে “বিশ্ব ক্লাবফুট দিবস”। এ উপলক্ষ্যে প্রকল্পের আওতায় চিকিৎসাধীন হতদরিদ্র ক্লাবফুট শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে দাতা সংস্থা ঈযৎরংঃরধহ ইষরহফ গরংংরড়হ (ঈইগ), গরৎধপষবঋববঃ, অঁংঃৎধষরধহ ঘএঙ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ চৎড়মৎধস এবং অপঃরড়হ ড়হ চড়াবৎঃু (অড়চ)এর আর্থিক সহায়তায় গাজীপুরের প্রকৌশল ভবনে ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গনে খাদ্য সহায়তা ও বিভিন্ন প্রচারণা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও র্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩১ জন দরিদ্র শিশুর পরিবারকে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় । এর আগে মার্চ মাসে আরো ৩১টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছিল।
ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা শিশুদের চিকিৎসায় বিশ্বব্যাপী সমাদৃত পনসেটি পদ্ধতিটির উদ্ভাবক ডাঃ পনসেটির জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর ৩ জুন বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপন করা হয়। এই দিবসের লক্ষ্য ক্লাবফুট এবং এর চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।বিশ্ব ক্লাবফুট দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্যা গ্লেনকো ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোঃ শরিফুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পনসেটি চিকিৎসক ডাঃ মোঃ জামিল হোসেন, সাংবাদিক মোঃ হাজিনুর রহমান শাহীন, শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন সংঘ গাজীপুরের সভাপতি বশির আল হোসাইন প্রমুখ । ২০১০ সাল থেকে গাজীপুরে এ চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে । এ পর্যন্ত ৭৫০ জন ক্লাবফুট শিশুকে এ চিকিৎসার আওতায় আনা হয়েছে । প্রতি মঙ্গলবার ও বুধবার শিশুদেরকে এ চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।
######
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর