গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে মহিলা শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪জন হেফাজতী পালিয়েছে। বুধবার রাতে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে তারা পালিয়ে যায়। এদের মধ্যে ৭জনকে বৃহষ্পতিবার ভোররাতে জয়দেবপুর রেল স্টেশন এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। পলাতক হেফাজতীদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।
জিএমপি’র বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গাজীপুর সিটি কপোর্রেশনের বাসন থানাধীন ভোগড়া মোগড়খাল এলাকাস্থিত মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের হেফাজতি নারী মূল ভবনের তৃতীয় তলার স্টোর রুমের জানালার গ্রীল কেটে ১৪ হেফাজতী বুধবার রাতে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে জয়দেবপুর রেল স্টেশন এলাকা হতে পলাতকদের মধ্য থেকে ৭ জনকে উদ্ধার করা করেছে। বাকি ৭জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক এ ৭জন হলো, লালমনিরহাটের হাতিবান্ধা থানার পাঠগ্রামের মিলন মিয়ার মেয়ে মিম আক্তার (১৭), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দেউলী এলাকার সৈয়দ মিল্টনের মেয়ে মলি আক্তার (১৭), নরসিংদীর শিবপুর থানার ধনুয়া এলাকার শাহ আলমের মেয়ে মনিরা (১৫), মুন্সিগঞ্জের লৌহজং থানার বড় নওয়াপাড়া এলাকার কামাল সরদারের মেয়ে বন্না আক্তার নিঝুম (১৫), ঢাকার আশুলিয়ার ওমর ফারুকের মেয়ে ফাহমিদা আক্তার রিয়া (১৬), নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মিজমিজ বাতান পাড়া মাদ্রাসা রোডের কবির মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (১৫) এবং একই জেলার বন্দর থানার বাঘবাড়ি এলাকার আব্দুর রশিদের মেয়ে জামিলা খাতুন সুইটি (১৭)।
তিনি আরো জানান, গত কয়েকদিন যাবৎ ভবনে ও গ্রীলে রংসহ রক্ষণাবেক্ষণের কাজ করছে শ্রমিকরা। ধারণা করা হচ্ছে, ওই শ্রমিকদের সহায়তায় কেন্দ্র থেকে ওই ১৪ নিবাসী পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেন্দ্রের খাবারের মান ও কর্মচারীদের আচরণ নিয়ে পলাতদের মাঝে ক্ষোভ রয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল