গাজীপুর সংবাদদাতাঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিদে রবিবার গাজীপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ-আলম চৌধুরী।
শহরের রাজবাড়ি রোডস্থ গাজীপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসীম উদ্দিন ভাটের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন , গাসিক কাউন্সিলর ও গাজীপুর সদর সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ, সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম, যুবদল নেতা মইজ উদ্দিন তালুকদার, ভিপি আসাদুজ্জামান আসাদ, জিল্লুর হাসান মাসুম, আতাউর রহমান, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম শাহিন, সাজেদুল ইসলাম, তপন খান, এমারত হোসেন মুসুল্লী, নজরুল ইসলাম,আনোয়ার বেপারী, আবু তাহের প্রধান, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, কামরুল হাসান সবুর, আজিজুল ইসলাম, বেনজির হোসেন, মাহমুদ নেওয়াজ, এড. আল আমিন হোসেন, জাহাঙ্গীর সিকদার প্রমুখ। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে এসে জড়ো হয়।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৩/০৩/২০২২