গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে মহানগরীর সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। আনুমানিক ৬৫ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ের জয়দেবপুর জংশন স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল ইসলাম জানান, বৃহষ্পতিবার মহানগরীর সদর থানাধীন সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে এক ব্যক্তির (৬৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিচয় পাওয়া যায় নি।
তবে নিহতের নাম পরিচয় সনাক্ত করতে পিবিআই ও সিআইডি বিশেষ টিম আলামত সংগ্রহ করেছে। তার পড়নে চেক লুঙ্গি রয়েছে। চলন্ত কোন ট্রেন থেকে নীচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
###