গাজীপুর সংবাদদাতাঃ
যথাযোগ্য মর্যাদায় শুক্রবার গাজীপুরে স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের ৫০তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ হুরমত স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১৯ মার্চ শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণ সঙ্গীতের আয়োজন করা হয়।
সকালে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত প্রেরণা – ১৯ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। পরে জেলা প্রশাসনের ভাওয়াল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভিন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম. এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
বিকেলে চান্দনা হাই স্কুল মাঠে আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ১৯ মার্চ উদযাপন কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
###
মোঃ রেজাউল বারী বাবুল