গাজীপুর প্রতিনিধিঃ
তিতাস গ্যাস গাজীপুর অফিস মহানগরীর ১৩টি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৮শ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। গত মঙ্গলবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরীর কুনিয়া, বড়বাড়ী, পূর্বাচল স্টীল রোড, শরীফপুর ও বোর্ডবাজার সুলতান মেডিক্যাল রোড এলাকায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় বকেয়ার কারনে ১৩টি আবাসিক লাইনের রাইজার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ২ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ জানান, গাজীপুর মহানগরীর গাছা কুনিয়া তারগাছ এলাকার কয়েকটি জায়গার বিভিন্ন বাসায় অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে এ ধরনের গোপন সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর থেকে ওই এলাকায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় ১৩টি স্পটে ৯শ বাসার প্রায় ১৮শ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ লাইনে ব্যবহৃত ৬৫০ মিটার পাইপ উত্তোলন করা হয়। বকেয়ার কারনে ১৩টি রাইজার বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষনিকভাবে প্রায় ২ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী এস এম ফয়সাল আহমেদ, প্রকৌশলী জাবের আহমেদ নূরানী, আমজাদ হোসেন, কাউছারুল আলম, ইকবাল আহমেদ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৬/০৩/২০২২ ইং