গার্টনারের ম্যাজিক কোয়াড্রান্ট ফর ফাইভজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার প্রতিবেদনে লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে এরিকসন

আপডেট: মার্চ ১৫, ২০২২
0

[ঢাকা, ১৪ মার্চ ২০২২] গার্টনারের ২০২২ ম্যাজিক কোয়াড্রান্ট ফর ফাইভজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ফর কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডারস প্রতিবেদনে লিডার হিসেবে এরিকসনের নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি, প্রকাশিত এ প্রতিবেদনে লিডার কোয়াড্রান্টে এরিকসনকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং কার্যকরী সক্ষমতার জন্য এরিকসনের নাম শীর্ষে রয়েছে। ২০২১ সালের প্রতিবেদনেও লিডার হিসেবে স্বীকৃতি দেয়া হয় এরিকসনকে। ২০২১ সালেই প্রথমবারের মতো কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডের জন্য ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে প্রতিবেদন করে গার্টনার।
ফাইভজি অবকাঠামো সংশ্লিষ্ট সক্ষমতার ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান যোগাযোগ সেবাদাতাদের জন্য ফাইভজি সমাধান দিচ্ছে তাদের লক্ষ্য ও কাজ করার সক্ষমতাকে স্বাধীন ও সামগ্রিকভাবে মূল্যায়ন করেন গার্টনারের বিশেষজ্ঞরা। এ খাতে ফাইভজি অবকাঠামো সংশ্লিষ্ট সক্ষমতা তুলে ধরতেই এ মূল্যায়ন করে গার্টনার।

এ খাতে এন্ড-টু-এন্ড ফাইভজি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানসমূহ মূল্যায়ন করা হয়েছে নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে, যার মধ্যে রয়েছে: কীভাবে প্রতিষ্ঠানগুলো আইটি সেবাদাতা প্রতিষ্ঠানের পারফরমেন্স প্রতিযোগিতামূলক ও কার্যকরী করতে ভূমিকা রেখেছে এবং রাজস্ব, রিটেনশন ও সুনাম অর্জনে ইতিবাচক প্রভাব ফেলেছে। সফলভাবে কাজ শেষ করার সক্ষমতার মূল্যায়নের মধ্যে ছিলো এরিকসনের পণ্য ও সেবা, কার্যক্রম, সেলস এক্সিকিউশন ও প্রাইসিং, মার্কেট রেসপন্সিভনেস ও ট্র্যাক রেকর্ড, মার্কেটিং এক্সিকিউশন, গ্রাহক অভিজ্ঞতা এবং সামগ্রিক সক্ষমতা।

এরিকসনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নেটওয়ার্ক্স ফ্রেডরিক জেয়াদলিং বলেন, “আমরা আনন্দিত যে থট লিডারশিপের জায়গা থেকে শুরু করে এ শিল্পখাতের সঙ্গে কার্যকরী উপায়ে অংশীদারিত্ব এবং ফাইভজি শিল্পখাতে সেবাদানে আমাদের অদ্বিতীয় সক্ষমতা ও এরিকসনের ফাইভজি লক্ষ্যের ফলে আমাদের লিডার হিসেবে স্বীকৃতি দিয়েছে গার্টনার।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, গ্রাহকদের প্রয়োজনকে সবসময় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এরিকসন ‘২০২২ ম্যাজিক কোয়াড্রান্ট ফর ফাইভজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ফর কমিউনিকেশনস সার্ভিস প্রোভাইডারস বাই গার্টনার’ -এ এর অবস্থান নিশ্চিত করেছে।”
ফাইভজি নেটওয়ার্ক খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এরিকসনের বিশ্বজুড়ে বর্তমানে কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডারদের সাথে ১৭০টি বাণিজ্যিক ফাইভজি চুক্তি রয়েছে; এবং এরিকসনের সহযোগিতায় ১১৪টি লাইভ ফাইভজি নেটওয়ার্ক সচল রয়েছে।