গোলাপগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে অবহিতকরণ কর্মশালা

আপডেট: মার্চ ১৪, ২০২১
0

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম আওতায় উপজেলার জরিপ কর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলমের সভাপতিত্বে ও আরডিআরএস বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দেলওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলার ইউআরসে মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, পারভেজ আহমদ তালুকদার , আরডিআরএস বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার প্রোগ্রাম ম্যানেজার মোশাররফ হোসেন, বিশ্বনাথ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, আরডিআরএস বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার ইফতেখার হোসেন ইমন।