গোলাপগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ৭ হাজার ৭শ টাকা জরিমানা

আপডেট: জুলাই ১১, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: চলমান কঠোর লকডাউনে সরকারের বিধিনিষেধ অমান্য করার অভিযোগে গোলাপগঞ্জের বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সকাল থেকে উপজেলার পুরকায়স্থ বাজার, ধারাবহর, চৌধুরীবাজার, ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। এ সময় তাঁকে সহায়তা করেন গোলাপগঞ্জ থানার একদল পুলিশ ।

জানা যায়, কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য, মাস্ক পরিধান না করা, সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খুলা রাখায় ১২ মামলায় ৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।

গোলাম কবির বলেন, সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন আরও কঠোর অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।