গোলাপগঞ্জ প্রতিনিধি: যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোলাপগঞ্জ মডেল থানায় লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। গতকাল শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানার সামনের ফাঁকা স্থানে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে (এলএমজি) পোস্ট। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য এলএমজি তাক করে দাঁড়িয়ে আছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, থানায় হামলাসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে।