গোলাপগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক নাদির আহমদকে সংবর্ধনা

আপডেট: মার্চ ১৯, ২০২৩
0

সৈয়দ নাদির আহমদ সংবর্ধিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গত শনিবার রাত ৭টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক ,বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশনের সাবেক মহাসচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের সাবেক গোলাপগঞ্জ প্রতিনিধি সৈয়দ নাদির আহমদকে সংবর্ধনা জানিয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সদস্যবৃন্দ। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও সদস্য কে এম আব্দুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দ নাদির আহমদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবির আহমদ বাবর, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজ খান প্রমুখ।

আলোচনা শেষে সংবর্ধিত অতিথির হাতে ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।