মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন।
চরফ্যাশন উপজেলার ইসলামিক ফাউন্ডেশন এর সুপার ভাইজার আমিনুল ইকরাম বদলি হওয়ায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১ জুন) সকাল ৯ ঘটিকায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার ভাইজার আমিনুল ইকরাম। প্রধান অতিথি বলেন, আমি চরফ্যাশন উপজেলায় দেড় বছর দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনে আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি।
আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন যে সুপার ভাইজার যোগদান করবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনারা কেন্দ্রগুলোতে ভালোভাবে পাঠদান করবেন। শিক্ষার্থীরা যেন সহজে আয়ত্ত করতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ কেয়ারটেকার মাওলানা মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, সাংবাদিক রুবেল আশরাফুল ও মোঃ সিরাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে শেষে বিদায়ী সুপার ভাইজার আমিনুল ইকরাম কে শিক্ষকদের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।