মোঃ সিরাজুল ইসলাম , চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা ও চরফ্যাশনের মেয়র ও কাউন্সিলর বৃন্দ
এ সময় বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেন, “জনপ্রতিনিধিদের সমর্থন ছাড়া কোন দেশ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যেই প্রত্যাশা নিয়ে ভোলা ও চরফ্যাশন পৌরসভার জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই প্রত্যাশায় আপনারা অবিচল থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সময় এসেছে দেশকে পরিবর্তন করার। তাই মানুষের কল্যাণে সত্যিকারের সেবক হয়ে মেয়র-কাউন্সিলরা কাজ করবেন।
এসময় চরফ্যাশন পৌরসভার মেয়র এম মোর্শেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ও আমার নেতা আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নেতৃত্বে, মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিয়ে ইভটিজিং মুক্ত হবে চরফ্যাশন পৌরসভা।