চরফ্যাশন পৌরসভা নির্বাচনঃ ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন প্রতিনিধি
আগামি ২৮ ফেব্রুয়ারী অনু্ষ্ঠেয় পঞ্চম ধাপে ৩১ পৌর নির্বাচনে ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সাধারন ওয়ার্ডে ১০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷এরা হলেন ১নং ওয়ার্ডে মোঃআলাউদ্দিন মাতাব্বর ২নং ওয়ার্ডে মোঃ সাজ্জাদ হায়দার ৪নং ওয়ার্ডে মোঃ আবুল কাশেম মিয়া

৬নং ওয়ার্ডে মোঃ জেড,এফ তিতুমীর ৭নং ওয়ার্ডে মোঃ তরিকুল ইসলাম মিলন ৮নং ওয়ার্ডে মোঃ মাকসুদুর রহমান ৯নং ওয়ার্ডে মোঃ কামাল উদ্দিন,মোঃ সালাউদ্দিন ও মোঃ মুজাহিদুল ইসলাম৷ এছাড়া ৬,৭,৯ নং ওয়ার্ডের তিন কাউন্সিলর ও ৪,৫,৬নং ওয়ার্ডে সংরক্ষিত এক মহিলা কাউন্সিলর প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন৷

সাধারন কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- ৬নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন ৭নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক তানভীর এবং ৯নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান মন্জু৷ সংরক্ষিত ৪,৫,৬ ওয়ার্ডে রেজওয়ানা পারভীনের বিপরিতে কেউ মনোনয়নপত্র দাখিল করেনি৷ফলে পারভীন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন৷ চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন৷