আবু সুফিয়ান, রাজশাহীঃ
আজ (২০ শে ফেব্রুয়ারী) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গ চারঘাট -বাঘা আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম কে নিয়ে বাজে ভাষা ও তাদের কে হত্যা হুমকি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে অশীলতা কথা বলা চারঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়।
সম্প্রতি রাজশাহী ভুবন মোহন পার্কে একটি সভা প্রতিমন্ত্রী কে নিয়ে বাজে কথা বলা সে বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন।
বিকাল ৪ টায় দিকে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভা সভাপতিত্বে করেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সভা পরিচালনায় করেন চারঘাট আওয়ামী লীগের কর্মী রোকনজ্জামান, উক্ত সভা বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মধু, জেলা মহিলা লীগের বিপাশা, চারঘাট ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, চারঘাট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, জেলা অন্যতম সদস্য সাইফুল ইসলাম বাদশা, সহ বিভিন্ন পর্যায়ে সকল ইউনিটের কর্মীবৃন্দ।