চুয়েটে ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মো. রেজাউল করিম

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১
0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে যোগদান করলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

গত ১৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি. পূর্বাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে উক্ত পদে যোগদান করেন। তিনি পূবর্তন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

অধ্যাপক ড. মো. রেজাউল করিম বর্তমানে ছাত্রকল্যাণ পরিচালকের পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোপূর্বে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।