‘সামনে চূড়ান্ত আন্দোলন’। চূড়ান্ত আন্দোলনে বিজয়ের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করুন, বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, ফ্যাসিবাদ—কে বিদায়ের সকল আয়োজন সম্পন্ন হয়েছে, এখন শুধু একটু ধাক্কা, তারপরই পতন।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ—কে শুভেচ্ছা জানাতে আসা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন জনাব আবদুস সালাম।
এ সময় লিটন মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে রাজপথে থাকার আহবান জানিয়ে বলেন, ‘জীবন থাকা পর্যন্ত এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমিও আপনাদের সাথে রাজপথে থাকবো।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক, সদস্য, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গত ২৮ মে ২০২৩, তারিখে তার বাসভবনে প্রবেশের মুখে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবে দায়িত্ব প্রদান করা হয়। তানভীর আহমেদ রবিনকে গোয়েন্দা পুলিশ গত ২০ আগষ্ট ২০২৩, তারিখে দলীয় কার্যালয় থেকে বের হবার পথে কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করে।
সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনতে গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ—কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।