ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের দাফন সম্পন্ন

আপডেট: আগস্ট ১৩, ২০২১
0

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা, লুভিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সদস্য, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে রাষ্ট্রীয় মযাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।##