ছারছীনা দরবার শরীফে সাবেক হুইপ জামালের মৃত্যুবার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২০, ২০২১
0

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফে জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দরবার শরীফে ১৯ মার্চ শুক্রবার বাদ জুমা এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। একই দিন বাদ জুমা ঢাকার হাইকোর্ট মাজার জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ ছিলেন। ###

রাহাদ সুমন
বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি