খুলনা ব্যুরোঃ
ছেলের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না মা লতিফা বেগমের। ইট বহনকারি ট্রলির ধাক্কায় প্রাণ নিভে গেল তার। নিহত লতিফা বেগম (৪৫) ডুমুরিয়া বাস স্ট্যান্ডে সাগর হোটেলের মালিক আরাজি সাজিয়াড়া গ্রামের আঃ হালিম সরদারের স্ত্রী। ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৯টায় ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামে ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়; শুক্রবার (১৯ মার্চ) লতিফার ছেলে সাগরের বিয়ের বৌভাত অনুষ্ঠান। লতিফা একটি মটর সাইকেলযোগে নোয়াকাটি আত্মীয় বাড়ি দাওয়াত দিয়ে বাড়ি ফিরছিল। নোয়াকাটি বাজারে পৌঁছালে একটি ইটবোঝাই ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে সাগরের মা লতিফা রাস্তায় ছিটকে পড়ে। তখন ট্রলিটি তার মাথার উপর দিয়ে পিষিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী