ময়মনসিংহ প্রতিবেদকঃ
ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দা’য়ের কোপে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুন) বিকালে জেলার ভালুকা উপজেলায় এই খুনের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে বড় ভাই রমিজ উদ্দিন ও ছোটভাই আফাজ উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ ছিলো।
এই বিরোধের জের ধরে রমিজ উদ্দিন ও আফাজ উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে ছোট ভাই আফাজ উদ্দিনকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় আফাজ উদ্দিনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ভাইয়ের হাতে ভাই খুনের বিষয়টি দেশজনতা ডট কমকে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি মাহমুদুল ইসলাম।