জলপ্রপাতের তলে সই নাচিব পাষান পিড়িতের নন্দনে

আপডেট: মে ১৭, ২০২৩
0


ডা জাকারিয়া চৌধুরী :

শুনো দেবী- আক্ষেপ করিয়া বলেন;
অকারনে ঝড়ে যাওয়া অচিন কোনো কবি-
‘ঝরা পালক হয়ে উড়িব তোমার সনে,
উদাম বাতাসে নাচিবো,

নাইবো অচিন কোনো জলপ্রপাতের তলে সই
নাচিব পাষান পিড়িতের নন্দনে,
উদাম শরীরে জড়ায়ে ধরিব
কমল বেষ্টিত পাথরে গড়া কোমল মনে।

রাখিব তোমার মনে; মোর পোড়া মন,
তোমার বসন্তে আমি পল্লব হারায়ে খুশি রব,
ধরে নেব এই মোর নিয়তি হায় !

তোরা সবে আয়। কে দিখিবি মোদের ?
তোরা কোন জন !! কে দেখিতে চায় !!
আসো তুমি তোমার বসন্ত দেখায়ে যাও;
ও জলবাসিনী শুনো; আমি বলি কি !
জানো ! তুমি জানোনা কি !!