আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
রবিবার সকালে খাগড়াছড়ির টাউন হলস্থ নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতৃবৃন্দরা। এ সময় জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপির) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমাসহ নেতৃবৃন্দরা এতে অংশ নেন। এছাড়াও সংগঠনটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে দিবসটি উদযাপন করেছে বলে সূত্র জানায়।
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি