জিয়া শিশু কিশোর মেলার বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১
0

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম সফর নিয়ে বিশেষ সভা।
স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষ্যে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আজ জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটিতে জাহাঙ্গীর শিকদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাহতাব শিকদার, মনকা নিয়ামুল বাসার, দীন মোহাম্মদ দুলু, মিন্টু আলম, তারেক কবির, কাজী আনোয়ার হোসেন, মজিবুর রহমান, আব্দুল সাত্তার শিকদার, বিপুল আহমেদ নিজাম উদ্দিন বাসেত, নাসিমুল গনি খান, চঞ্চল মোরশেদ, রুকাইয়া হক রুকু, সালাউদ্দিন ইমন, সাইফুল ইসলাম চৌধুরী, এডভোকেট আব্দুল আলিম, মর্জিনা আলী, নান্টু হাওলাদার , রিপন দাসসহ জিয়া শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৬ ও ২৭ শে ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া সিলেট ও জামালপুরের কামালপুর সফরসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা।