টিকা নিয়েও করোনায় আক্রান্ত নির্মাতা ফারুকী

আপডেট: জুলাই ৩১, ২০২১
0

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা।

মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে লিখেছেন, পজিটিভ। কঠোরভাবে সব নিয়ম-কানুন মেনে চলেছি তবুও। সকলে সাবধানে থাকবেন।

এদিকে, মাত্র একদিন আগেই নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বেশ মজা করে টিকা নেওয়ার খবর দিয়েছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী।
ফেইসবুকে নিজের ছবিও পোস্ট করেছিলেন।
এবার ‘পজিটিভ’ লিখেই শনিবার দিলেন খারাপ খবরটি।

সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন ফারুকী। জি ফাইভে প্রকাশ হওয়া ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ আড়াই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। পরের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে। এছাড়া ঘোষণা দিয়েছেন ‘আ বার্নিং কোয়েশ্চেন’ নামের ছবির।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে গার্মেন্টস খোলা। শ্রমিকরা যারা বাড়ি ছিলেন তারা ঢাকা আসছেন। তাদের আমরা কিভাবে বাধা দেই।