ট্রাকের নিচে প্রাইভেটকার; চারজন নিহত

আপডেট: মার্চ ২১, ২০২২
0
ছবি; সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের দক্ষিণ পার্শ্বে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ (২৮)। তিনি উপজেলার আমিরাবাদ ঝাকুয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিনের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন পাঁচজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক এবং ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের এখনো শনাক্ত করা যায়নি।