প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে রক্তের গঙ্গা বইয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে মার্কিন ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। তিনি হোয়াইট হাউজের আসন্ন প্রতিযোগিতাকে দেশের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ছাড়পত্র নিশ্চিত করার কয়েকদিন পরেই তিনি রক্তপাতের হুঁশিয়ারি দিলেন। তবে এর মধ্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেননি। মার্কিন অটোমোবাইল শিল্পের ঝুঁকি নিয়ে মন্তব্যের মাঝখানে তিনি এই মন্তব্য করেন। ওহাইওর ভান্ডালিয়ার সমাবেশে ট্রাম্প বলেন, “৫ নভেম্বর আমি মনে করি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।” এদিন তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে ‘খারাপ’ প্রেসিডেন্ট আখ্যায়িত করে তার সমালোচনা করেন।
মেক্সিকোতে গাড়ি তৈরির পরিকল্পনাকে চীনা পরিকল্পনা বলে এর সমালোচনা করেন। তিনি বলেন, তারপর ওই গাড়ি বিক্রি করা হবে মার্কিনিদের কাছেই। তার ভাষায়, আমি নির্বাচিত হলে এসব গাড়ি বিক্রি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই, তাহলে এটা হবে পুরো দেশের জন্য রক্তস্নান, দেশের জন্য রক্তস্নান। ন্যূনতম তা-ই ঘটবে। তারা এসব গাড়ি বিক্রি করতে পারবে না।
ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা দল ২০২০ সালে ব্যালট বাক্সে রিপাবলিকান ট্রাম্পকে ‘পরাজিত’ বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে।