গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রুবেল মিয়া (২৫)। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রাম গোপালপুর গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে। গত ১৪ মার্চ তাকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে একদিনের রিমান্ড শেষে আদালদে তোলা হলে গতকাল বুধবার আদালতে গ্রেফতার আসামী স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দিয়েছে।
গাজীপুর পিকিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান গতকাল বুধবার দুপুরে এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২০২১ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ রাইসমিল পাশে মোঃ সফিকুল ইসলামের (৩৮) বাড়ীতে অজ্ঞাতনামা ২ ব্যক্তি কথিত ডিবির জ্যাকেট সাদৃশ্য পোষাক পরিহিত পরে ওয়ারলেস ও পিস্তলসহ তার শয়ন কক্ষে প্রবেশ করে বাড়ীতে অবৈধ জিনিস আছে এবং বসত বাড়ী তল্লাশী করতে হবে মর্মে জানায়। এর সাথে সাথেই আরো অজ্ঞাতনামা ৬ জন তাদের হাতে থাকা পিস্তল ও চাপাতিসহ বাদীর রুমে প্রবেশ করে বাড়ীর অন্য লোকজনদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে লুঙ্গি ও গামছা দ্বারা সকলের হাত, মুখ ও চোখ বেধে ফেলে। পরে অজ্ঞাতনামা ডাকাতরা বাড়ীতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪ হাজার ৫শ টাকা। পরে এ সংক্রান্তে কাশিমপুর বাড়ীল মালিক মোঃ সফিকুল ইসলাম থানার মামলা করেন। পরে মামলাটি কাশিমপুর থানা পুলিশ প্রায় ২ মাস তদন্ত করে রহস্য উদঘাটন করতে না পারায় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই গাজীপুর জেলার উপর অর্পন করা হয়। পরে পিকিআই তদন্তকালে উক্ত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ও অপর একজন পলাতক সহযোগী আসামী একই গার্মেন্টসে চাকুরী করত। পরে করোনার কারনে গ্রেফতারকৃত আসামীর চাকুরী চলে যায়। এরপর গ্রেফতারকৃত আসামী অটোরিক্সা চালানো শুরু করে। পরে অপর আসামীদের সাথে তার নানাভাবে সখ্যতা গড়ে ওঠে। কিছুদিন পর অপর সহযোগী আসামী কাজকাম করার জন্য নরসিংহপুর (আশুলিয়া) তে গ্রেফতারকৃত আসামীকে যেতে বলে। গত ২০২১ সোলের ১০ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য সহযোগী আসামীরা একই বছরের ১১ সেপ্টেম্বর দুপুর বেলা অপর সহযোগী আসামীদের কথামত গ্রেফতারকৃত আসামী নরসিংহপুর গিয়ে একটা মাইক্রোবাস (কালো রংয়ের হাইচ) এ করে উক্ত আসামীসহ আরো ৮ জন আসামী কাশিমপুরের দিকে রওয়ানা দেয়। কাশিমপুর আসার পথে বিভিন্ন জায়গা ঘুরে সন্ধ্যা অনুমান ৭ টার দিকে ডিবি পুলিশের জ্যাকেট পরে সফিকুলের বাড়ীতে ঢুকে। তারপর বাড়ীর সকলকে জিম্মি করে ও বেধে রেখে ডাকাতি করে।