ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

আপডেট: আগস্ট ১২, ২০২১
0

২০২১ সালের এইচএসসি পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপুমণি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এর আগে গত ২৬ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশের নিয়মের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত মহামারীর কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা নেয়া হবে না।