ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ
আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজার কার্যালয়ে সঙ্গীত, কবিতা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেব প্রসাদ ঢালীর সভাপতিত্বে শুক্রবার (১২ ফেব্রুয়ারী)
সকাল ১০টায় অনুষ্ঠিত সাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন ২নং রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান খান শাকুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল গ্রুফের মডারেটর কবি স ম ফরহাদ হোসেন চান্দু।
গাঙচিল কণ্ঠের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় সাহিত্য আসওে আরও উপস্থিত ছিলেন গাংচিলের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন, কবি পরমানন্দ ঢালী, সরদার আবুল হাসান, কবি আপন রহমান, রাম প্রসাদ মন্ডল, শফিউল আলম খান, গৌর দাশ, মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সঙ্গীত, কবিতা ও সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী মোহাম্মাদ খান, সাহারা মিমি, মেঘা সাহা, আরিফ শাহরিয়ার লাম, রবিউল আলমের হাতে পুরস্কার তুলে দেন।