ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নিয়ন্ত্রণ নিয়েছেন শিক্ষার্থীরা

আপডেট: আগস্ট ৪, ২০২৪
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। রোববার দুপুর থেকে শিক্ষার্থীরা হলগুলো দখলে নেন। শুরুতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এরপর অন্যান্য হলেও শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে তালা খুলে দেন নিরাপত্তারক্ষীরা। শুরুতে হলপাড়ার পাঁচটি হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এরপর একে একে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হলসহ অন্য হলগুলোতেও প্রবেশ করেন তারা। তবে মেয়েদের কোনো হলে প্রবেশ করার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানান, তারা দিনভর আন্দোলন করবেন আর রাতে হলে অবস্থান করবেন। উল্লেখ্য, গত ১৭ই জুলাই অনির্দিষ্টকালের জন্য হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় হল বন্ধের সিদ্ধান্ত হয়।