সোমবার মধ্যরাতে মীরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেণজ হাসপাতাল মর্গে ছিলো। লাশটি অভিনেত্রী আশার।
তিনি রুমিন রুনার দ্যা রিভেঞ্জ সিনেমার শ্যুটিং শেষে মীরপুর বাসায় ফেররা পাথে সড়ক র্দূঘটনায় নিহত হন।
গণমাধ্যমকে নাট্যনির্মাতা রোমান রুনি জানান, সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।