তেহরানে হামাস নেতা হানিয়ার জানাজায় লাখো মানুষের ঢল

আপডেট: আগস্ট ২, ২০২৪
0

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশেপাশে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

হেলিকপ্টার থেকে নেওয়া নানা ভিডিও ক্লিপ ও ছবিতে এই দৃশ্য ধরা পড়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কজুড়েই ছিল মানুষের উপচে ভিড়। সবাই তাদের প্রিয় মেহমান শহীদ ইসমাইল হানিয়া ও তাঁর সফরসঙ্গী ওয়াসিম আবু শাবানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল (বুধবার) খুব ভোরে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তাঁর দেহরক্ষী শহীদ হন। ইসমাইল হানিয়াকে কাতারে দাফন করা হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বুধবার সকালে জানায়, তেহরানে হানিয়া ও তাঁর এক সঙ্গী তাদের অবস্থানস্থলে এক হামলায় শাহাদাৎবরণ করেছেন। এই হামলার বিষয়ে তদন্ত চলছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রিয় মেহমান ইসমাইল হানিয়ার রক্তের বদলা নেওয়াকে ইরান নিজের দায়িত্ব বলে মনে করে।

হামাস নেতা হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন।#