ত্রিশাল ধানীখোলা জায়েরপাড় বাগাদারিয়ার মোড়ে তিনটি দোকানও ক্লাব ঘর আগুনে পুড়ে ছাই

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

এনামুল হক,ময়মনসিংহ:-
ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা জায়েরপাড় বাগাদাড়িয়া মোড় দুইটি মুদির দোকান একটি মোবাইল ফ্ল্যাক্সি ও কম্পিউটার বিকাশের দোকান এবং একটি ক্লাব ঘর আগুনে পুরে ছাই হয়ে যায়।ভোর চারটায় আসপাশের লোক জন টের পেয়ে দৌড়ে এসে দেখে দোকানের মালামাল সবপুরে ছাই হয়ে গেছে। এলাকার লোক জন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয় বিষয়টি পড়ে জানা যায় ইলেক্ট্রনিক শর্টসার্কিট এর মাধ্যমে আগুনের শুত্রপাত হতে পারে ধারণা করা হয় ১নংধানীখোলা ইউ পরিষদ চেয়ারম্যান ও ৬নংওয়াড মেম্বার ঘটনাস্থল পরিদশন করেন মুদির দোকান মালিক ইসমাইল হোসেন,বলেন আমার দোকানে ৩ লক্ষ টাকার মালামাল ছিল,মেহছেন মিয়া জানান আমার দোকানে ২ লাখ টাকার মাল এবং ফ্ল্যাক্সি,মোবাইল দোকান ও ক্লাব আর দুই লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।দোকানদারা জানান তাদের নিজের ও পরিবারের রুজিরোজগারের প্রধান উৎস একমাত্র মুদির দোকান। আরও বলেন এখন তাদের কোন ব্যাবসার পুঁজি নেই। সরকার যদি তাদের সাহায্য করে পাশে দাঁড়ায় তাদের পরিবার এর দিকে একটু নজর দেয় তাহলে আবার তারা ব্যাবসা শুরু করতে পারবেন।