দুবাই শাসকের নিজ কন্যা রাজকুমারী লতিফা ভিডিওতে গণমাধ্যমকে বলেছেন বর্তমানে তিনি পুলিশি পাহাড়ারত একটি বাগান বাড়িতে বন্দী। বাড়িটির দরজা ও জানাজা খোলা যায় না।
পরিবারের নির্যাতনের মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে একবার পালানোর করেছিলেন,কিন্তু তার বাবার কমান্ডোরা তাকে ধরে ফেলেছে।
এভাবেই দুবাই’র শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম নিজের মেয়েকেই বন্দি করে রেখেছেন।
বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার মেয়ে রাজকুমারী লতিফা নিজেই। তিনি তার বন্দিদশার বর্ণনা তুলে ধরেছেন বিবিসি প্যানোরমার কাছে।
ভিডিওতে তিনি জানান, নৌকায় পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু এর আগেই কমান্ডোরা তাকে আটক করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তার মুক্তির পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।