খুলনা ব্যুরোঃ
ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ অধ্যাপক শ ম খলিলুর রহমান (৭৩) শনিবার মটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে খুলনায় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (৭ মার্চ) সকালে ঢাকায় নেয়া হয়েছে।
অধ্যাপক শ ম খলিলুর রহমানের আশু সুস্থতা কামনা কওে রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা খয়রুল আলম, সহকারী সুপার মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, মোঃ হাফিজুর রহমান, গাজী আব্দুর রসিদ, এসএম আলাউদ্দিন, আবু সালেহ মোঃ সামছুদ্দিন তরফদার, মোঃ রুহুল কুদ্দুস, মুফতি মাওলানা নূরুল ইসলাম, সামরুল ইসলাম, মাওঃ হাবিবা খাতুন, মাওঃ মনিরা খাতুন, মোঃ রুহোল আমিন, আব্দুল মান্নন ফকির প্রমুখ।