দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরী আর নেই

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

দৈনিক মানবকণ্ঠের প্রকাশক ও ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা কবি জাকারিয়া খান চৌধুরী আর নেই। আজ সকাল ১১ টা ১০ মিনিটে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্না-লিল্লাহ)।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোক :

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী, বিশিষ্ট আইনজীবী আবেদ রাজা দৈনিক মানববকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট বিভাগ বাস্তবায়নের সংগ্রামে তাঁর বলিষ্ট ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেদ রাজা বলেন, দেশ ও জাতির কল্যাণে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবন সায়াহ্নে সাংবাদিকতাকে তিনি মানবমুক্তির সোপান হিসেবে দেখেছেন। জাতি একজন কৃতি সন্তানকে হারিয়েছে।