গাজীপুর প্রতিনিধিঃ জামায়াতের কেন্দ্রীয় শূরাসদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম বলেছেন,বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ধ্বংস করে দেয়ার জন্যে বর্তমানে তাবেদারি সরকার বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে।তারা দেশের মানুষের জীবনের মূল্য চিন্তা করেনা।
খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার অবলম্বন নিয়েও তারা ষড়যন্ত্র করছে।সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে দেশের আনাচে কানাচে আজ দৃর্ভিক্ষের হাহাকার চলছে।সরকার দেশের মানুষকে বিভিন্ন ভাবে মারার পায়তারা করছে।তাই তিনি দ্রব্য মূল্যের উর্ধগতি থামাতে না পারলে কেয়ারটেকার সরকারের হাতে অবিলম্বে ক্ষমতা অর্পণ করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাল,ডাল,পেঁয়াচ ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর গরগরিয়া মাস্টারবাড়ি এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেফাউল হক, জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, জেলা প্রচার সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর নূরুল ইসলাম, সদর উপজেলা পশ্চিম আমীর রুহুল আমিন মজুমদার, শ্রীপুর পৌরসভা আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, শিবিরের গাজীপুর জেলা সভাপতি আফজাল হোসেন ও সেক্রেটারি শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়া জামায়াত ও শিবিরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সহ সহ¯্রাধিক নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেয়।
###
গাজীপুর।
১৪/০৩/২০২২ ইং