ধর্মপাশায় সওয়াব এর সহযোগিতায় ২০জন এতিম শিশুর মাঝে ফুডপ্যাক বিতরন

আপডেট: এপ্রিল ১, ২০২৩
0

ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায় ২০ জন এতিম শিশুর মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। একটি ফুডপ্যাকে ছিলো চাল ৫০ কেজি, আলু ১০ কেজি, আটা ৫ কেজি, লবণ ৩ কেজি, ডাল ৫ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, গুড়ো দুধ ৫০০ গ্রাম।

আজ (১এপ্রিল) শনিবার সকাল ১১টার দিকে জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ এর সহযোগীতায় এই ফুডপ্যাক বিতরণ করা হয়।

জানা যায়, প্রতি দুই মাস অন্তর অন্তর এসব ফুডপ্যাক বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিতাই আজ শনিবার এই ফুডপ্যাক বিতরণ করা হয়। ফুডপ্যাক বিতরণের সময় উপস্থিত ছিলেন, দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মিয়া, ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মোনায়েম আহমেদ ও ছওয়াব এর এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার তানভীর আহম্মদ শুভ, তুষার খান, ধর্মপাশা উপজেলা নবীন লিগের সভাপতি তালুকদার রনি প্রমুখ।