নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট: মার্চ ১০, ২০২১
0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নন্দীগ্রাম থেকে মনোনয়ন দাখিল করেন।

দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর সঙ্গে দুই কিলোমিটার রোড-শোতে অংশ নিয়ে হলদিয়া মহকুমা কার্যালয়ে কাগজপত্র দাখিল করেন।

৫ মার্চ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং ব্যানার্জী ঘোষণা করে যে তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তৃণমূল নেত্রী এ পর্যন্ত ভবানীপুর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নন্দীগ্রাম আসন থেকে মুখ্যমন্ত্রীর প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল নেতা সুভেন্দু অধিকারীকে প্রার্থী ও দলের মধ্যে উচ্চ পর্যায়ের লড়াই ঘোষণা করেছে।

৬ মার্চ বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করার পর এই ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী অধিকারী গত বছরের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন।