স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ থাকলেও বাংলাদেশে প্রচলন রয়েছে ভিডিও অ্যাপ টিকটক। সেই সাথে এটি বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। তবে এ নিয়ে মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেও দেখা গেছে।
তারই ধারাবাহিকায় এবার নারায়ণগঞ্জেও টিকটক নিয়ে দুই কিশোরীর মধ্যে চুলাচুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে অন্যরা এসে পরিস্থিতির সামাল দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই দুই কিশোরী চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন। সেই সাথে তারা টিকটক করেন। এদিন তারা একজন আরেকজনকে বলে, তুই শহীদ মিনারে আসবিনা।
অন্য জন্য আবার তাকে উদ্দেশ্য করে বলে তুই শহীদ মিনারে আসবিনা। আর এই নিয়ে তারা একে অপরের সাথে চুলটানাটানিতে লিপ্ত হন। পরবর্তীতে লোকজন এসে তাদের দুইজনকে থামিয়ে দুই দিকে পাঠিয়ে দেন।
এম আর কামাল