রূপগঞ্জে ফিল্মি কায়দায় রাস্তা বন্ধ করে প্রায় আধা ঘণ্টা লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন কাঞ্চন পৌর যুবলীগ নেতা আব্দুর রহমান (৩০) ও তার বন্ধু সাদেক মিয়া (৩১)। অজ্ঞান অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধর ও অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর তোলপাড় শুরু হয়েছে।
সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মন্ডল বাড়ির চাঁন টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সন্ত্রাসী ওই বাহিনী সাদেক ও আব্দুর রহমানকে মারধর শেষে কাঞ্চন পৌরসভা গেটে তাণ্ডব চালিয়ে মহড়া দিয়েছে।
আহত যুবলীগ নেতা আবদুর রহমান জানান, ‘সোমবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে কাঞ্চন মন্ডল বাড়ির পাশে বন্ধু সাদেককে আনতে যাই। মোটরসাইকেলের পেছনে আগ থেকেই দুটো অটোরিকশা আমাকে অনুসরণ করতে থাকে। তাদের সবার হাতে ছিল দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক ও লাঠিসোটা।
ওই সময় তারা আমাকে ও সাদেককে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমি ও সাদেক চিৎকার করলে আশেপাশের মানুষ এগিয়ে আসতে চাইলেও তারা দুপাশের রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে শাসিয়ে দেয়। পরে মারধরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ‘সিসিটিভি ফুটেজ হস্তগত হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি। অপরাধী যারাই হোক তাদের ছাড় দেয়া হবে না। রূপগঞ্জ ওসি সার্কেল এসপিকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে।’