না’গঞ্জ বন্দর পুকুরে ডুবে দুই শিশু ছাত্রীর মৃত্যু

আপডেট: মার্চ ১৫, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটির বন্দরে পুকুরে ডুবে দুই ক্ষুদে শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। নিহতরা হলো নূসরাত (৯) ও সামিয়া (৯)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ১১ টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ীর পাশের পুকুরে। নিহত দুই শিক্ষার্থীই লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও দিন মুজুর নজরুল মিয়ার মেয়ে ও নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। এদিকে দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকাল ১০টায় দুই ক্ষুদে শিক্ষার্থী তাদের পিতা-মাতাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পাকা ঘাটওয়ালা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। অনেক দূর থেকে পথচারীরা শিশু দুইটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।