কুড়িগ্রাম প্রতিনিধি:
’প্রজনন স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আমার অধিকার’ বিষয়ক প্রচারণা অভিযানে র্যালী ও আলোচনাসভা করেছে বেসরকারী সংস্থা সলিডারিটি।
মঙ্গলবার(১৫ মমার্চ) সকাল ১১ টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি- সিডার অর্থায়নে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে একটি র্যাালী শালমারা ইসলামিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বেরুবাড়ীর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় সভাকক্ষে প্রধান শিক্ষক আব্দুস ছালাম সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী, বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনমোহন সেন, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, হামিদুর রহমান, অর্জুন সেন, আফরোজা বেগম রোজী, শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল কাদের, রিয়াজুল ইসলাম, সলিডারিটি ওয়াই মুভস প্রকল্পের পিও পবিত্র কুমার সরকার প্রমূখ।
##//
আমিনুর রহমান বাবু