‘নারায়ে তাকবীর’ স্লোগান নিয়ে বিতর্ককারীদের উদ্দেশ্য জানতে চান ইশরাক

আপডেট: অক্টোবর ১৪, ২০২২
0

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানের প্রশংসায়। তবে সেক্যুলার ঘরাণার কিছু মিডিয়া ও বাম নেতা মূলধারার বিপরীতে সমালোচনায়ও মেতেছেন। আওয়ামী লীগ-বিএনপির নেতারাও দিচ্ছে পক্ষে-বিপক্ষে বক্তব্য। এবার এ বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘আল্লাহু আকবার’ স্লোগানে যেই সকল ব্যক্তি/প্রতিষ্ঠানের জ্বলে, যারা এই স্লোগানকে বিতর্কিত বলার চেষ্টা করে তারা আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে সেটি জনগণ জানতে চায়।’

উল্লেখ্য, গত বুধবার বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিসহ নানা দাবিতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর পলোগ্রাউন্ড মাঠে। সেখানে বক্তব্য দিতে উঠে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” এই স্লোগান দেন হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর-এটা আমার বাবার স্লোগান। তাই আবার দিলাম।’