বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের প্রতিটি গলির সামনে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (৭ মার্চ) সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে একটি প্রতিবাদ সভা হওয়ার কথা থাকলেও পুলিশি অনুমতি না পাওয়ায় প্রতিবাদ সভাটি বাতিল করা হয়।
এই প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বক্তব্য রাখার কথা ছিল।